Indian Railway Recruitment: ভারতীয় রেলে ৩২৪৩৮ শূন্যপদ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় রেলে ৩২৪৩৮ টি শূন্যপদে কর্মী (Indian Railway Recruitment 2025) নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট, ট্র্যাক মেন্টেনার, পয়েন্টসম্যান সহ বিবিধ
শূন্যপদ - ৩২৪৩৮টি
পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় (কলকাতা সহ) শূন্যপদ - ২৮৬১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ বা সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই বা NCVT দ্বারা স্বীকৃত NAC সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুনঃ ৫ টি সংস্থায় কর্মী নিয়োগ
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ১৮,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RRB এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে RRB এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এর মাধ্যমে।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা/ট্রান্সজেন্ডার প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI প্রভৃতির মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RRB এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।