RKM Teachers Job: রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে । নির্বাচিত প্রার্থী দের সংশ্লিষ্ট বিষয়ের বাংলা মাধ্যমে পড়াতে হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট শিক্ষক
যে যে বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল -
ইংরেজি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, বায়োলজি, স্ট্যাটিসটিক্স, কম্পিউটার সায়েন্স, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, দর্শন, অর্থনীতি, নিউট্রিশন
যোগ্যতা - বি.এড সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
বেতন - অনারিয়াম বেসিস
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এবং ক্লাস ডেমোস্ট্রেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কোন দিন কোন বিষয়ের ইন্টারভিউ নেওয়া হবে তা বিস্তারিত জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rkmsarisha.org।
পার্ট টাইম হিসেবে নিয়োগ করা হবে।
কেবল মহিলারা আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rkmsarisha.org থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' SARISHA RAMKRISHNA MISSION SARADA MANDIR GIRLS'SCHOOL, Sarisha, South 24 Parganas '।
বিদ্যালয়ে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ - ২৫ এপ্রিল, ২০২৩।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rkmsarisha.org।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।