RITES Recruitmet: রাইটস লিমিটেডে শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : রাইটস লিমিটেডে মোট ২৫৭ জন কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২০ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে বিভাগে নিয়োগ করা হবে সেগুলি হল -
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ১৬০টি (ইঞ্জিনিয়ারিং - ১১৭টি, নন ইঞ্জিনিয়ারিং - ৪৩টি)
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৪,০০০/- টাকা
২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১২,০০০/- টাকা
৩) ট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ৬৯টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ১০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RITES এর অফিসয়াল ওয়েবসাইট rites.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে RITES এর অফিসয়াল ওয়েবসাইট www.rites.com এর মাধ্যমে ২০ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।
তবে আবেদন করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/ডিপ্লোমা যাদের আছে তাদের NATS এর অফিসিয়াল ওয়েবসাইট https://nats.education.gov.in/student type.php তে রেজিস্টার্ড এবং নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ও আই টি আই পাশ যারা তাদের NAPS এর অফিসিয়াল পোর্টাল www.apprenticeshipindia.gov.in এ রেজিস্ট্রেশন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RITES এর অফিসয়াল ওয়েবসাইট www.rites.com।