ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের - বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে মোট ২৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1973 অনুযায়ী। ট্রেনিং এর মেয়াদ - ১ বছর।

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

শূন্যপদ - ২০০ টি

যোগ্যতা - মেকানিকাল, ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স/আই টি, মেটালার্জি, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল, সেরামিকস - সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

স্টাইপেন্ড - ৯০০০/- টাকা

 

 

২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

শূন্যপদ - ৫০টি

যোগ্যতা - মেকানিকাল, ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সিভিল, মাইনিং, সেরামিক্স, মেটালার্জি,  কেমিক্যাল, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা থাকতে হবে।

স্টাইপেন্ড - ৮০০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RINL - VSP এর অফিসিয়াল ওয়েবসাইট www.vizagsteel.com

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

তবে আবেদন করার আগে MHRD NATS এর অফিসিয়াল ওয়েবসাইট www.mhrdnats.gov.in এ অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RINL - VSP এর অফিসিয়াল ওয়েবসাইট www.vizagsteel.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ