ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ প্রোজেক্টে (Memo No. SoSci/2268) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির খবর 

 

বিশ্ববিদ্যালয়ের স্পনসরকৃত এই প্রোজেক্টের নাম - "Isolation of exopolysaccharide (a natural biopolymer) producing legume nodulating bacteria from different agroclimatic regions of West Bengal and physico-chemical analysis of the biopolymer"। 

যোগ্যতা

বায়োসায়েন্সে ৫৫% নম্বর সহ বি এস সি পাশরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। 

নিয়োগ হবে নির্দিষ্ট মেয়াদে।  প্রতিদিন ৪০০ টাকা হিসেবে সর্বাধিক ২০০ দিনের পারিশ্রমিক পাওয়া যাবে। 

যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ই মেল এর মাধ্যমে ২৯ জুলাইয়ের মধ্যে।

 

আরও পড়ুনঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সম্মানিত বাংলার “অভিযাত্রিক”

 

ই মেল এর সাবজেক্ট লাইনে লিখতে হবে- “Application for Project Assistant Position”।

ই মেল এর ঠিকানা- sandipdas@wbnsou.ac.in। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – SEE NOW

আবেদনপত্রের বয়ান – DOWNLOAD PDF

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.wbnsou.ac.in/  ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ