ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ এ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2023।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ১৫ মার্চ, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট - বি
যে যে শাখাতে নিয়োগ করা হবে সেগুলি হল -
১) সিভিল
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
২) কম্পিউটার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা /বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
৩) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
৪) ইন্সট্রুমেন্টেশন
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
৫) মেকানিকাল
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
৬) ইলেকট্রনিক্স
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
৭) ফিজিক্স
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স বিষয়ে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ৩৫,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে স্ক্রুটিনি টেস্ট নেওয়া হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা/ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কলকাতা সহ দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি, আমেদাবাদ/গান্ধীনগরে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IPR এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ipr.res.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে IPR এর অফিসিয়াল ওয়েবসাইট www.ipr.res.in/documents/jobs_career.html এর মাধ্যমে ১৫ মার্চ, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে SBI Collect এর মধ্যে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IPR এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.ipr.res.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।