ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ  গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে মোট ৮৩ জন কর্মী নিয়োগ করবে। আবেদন করতে হবে ২২/০৫/২০২১ এর মধ্যে। 

   পোস্ট অনুযায়ী যোগ্যতা


  a) পোস্ট - স্টেনোগ্রাফার গ্রেড-II
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ইংরেজি ও হিন্দিতে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন টাইপ করার দক্ষতা থাকতে হবে।

b) পোস্ট - লোয়ার ডিভিশন ক্লার্ক 
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ইংরেজি ও হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

c) পোস্ট - সিভিলিয়ান মোটর ড্রাইভার (ordinary grade) 
শিক্ষাগত যোগ্যতা -যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে ভারী মালবাহী গাড়ি চালানোর  ডাইভিং লাইসেন্স এবং এই ধরণের কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

d) পোস্ট - সুখানি
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে সাঁতারের সার্টিফিকেট এবং ছোট নৌকায় নাবিক হিসেবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  অথবা প্রাক্তন নাবিক হিসেবে ইন্ডিয়ান নেভিতে কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা-ও আবেদন করতে পারবেন।

e) পোস্ট - কারপেন্টার 
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং দু'বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। অথবা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কারপেন্টার হিসেবে  Industrial Training Institute পাশ সার্টিফিকেট অথবা দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

f) পোস্ট - মাল্টি টাস্কিং স্টাফ (office & training ) 
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। 

পোস্ট অনুযায়ী  শূন্যপদ, বয়স এবং বেতনের তালিকা


 বয়সের হিসেব হবে ২২/০৫/২০২১ অনুযায়ী । নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে ।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা,  স্কিল টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। 
 
লিখিত পরীক্ষায় মোট ৫টি বিষয় থেকে প্রশ্ন করা হবে -
i) General Intelligence and Reasoning 
ii) Numerical Aptitude 
iii) General English
iv) General Awareness 
v) Trade Specific 

আবেদন পদ্ধতি

নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। 

অফিসিয়াল আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক-  CLICK HERE

আবেদনপত্রের সঙ্গে দিতে হবে এই সমস্ত ডকুমেন্ট -

(১) যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেটের self-attested ফোটোকপি

(২) সেলফ অ্যাটেসটেড করা Acknowledgement Cards

(৩) নিজের নাম ঠিকানা লেখা এবং ২২ টাকার স্ট্যাম্প সাঁটা ১০×২২ সেন্টিমিটার মাপের একটি খাম 

আবেদনপত্র ভরা খামের ওপরে এই কথাটি লিখে দেবেন- “APPLICATION FOR THE POST OF..............(যে পোস্টে আবেদন করছেন তার নাম এখানে লিখুন)....................................."

সাধারণ ডাকের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে ২২ মে, ২০২১ এর মধ্যে এই ঠিকানায়- The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ