ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস এর অন্তর্গত বিভিন্ন বিভাগে বিবিধ পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2023।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৭ মার্চ, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড - III

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং ১০ মিনিটের টাইপিং টেস্ট এ প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি ও ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ১০৫০০/৯০০০ কি ডিপ্রেসন (প্রতি ঘন্টা) দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ মার্চ, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

২) আর্টিস্ট - এ

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ফাইন/কমার্শিয়াল আর্টস এ ডিপ্লোমা/সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৩) টেকনিশিয়ান - এ

শূন্যপদ - ১৫টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকলে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - এ

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

৫) এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ভিজুয়্যাল/ফাইন/কমার্শিয়াল আর্টস এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

৬) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.এসসি ডিগ্রী থাকতে হবে যেখানে ফিজিক্স/কেমিস্ট্রি বিষয়ের সঙ্গে বিজ্ঞান শাখার অন্য বিষয়ের কম্বিনেশন থাকবে।

বয়স - বয়স হতে হবে ২৭ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নিয়োগ করা হবে কলকাতার বিভিন্ন মিউজিয়ামের পাশাপাশি গুয়াহাটি, লখনউ ও ভুবনেশ্বর এর মিউজিয়ামে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

টেস্ট / এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in/notice/career এর মাধ্যমে ২৭ মার্চ, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৭৫০/- টাকা + GST চার্জ। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স- সার্ভিসম্যান/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in/notice/career

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ