ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা হাইকোর্টে ইন্টারপ্রেটিং অফিসার পদে কর্মী নিয়োগ (Calcutta High Court Recruitment 2025) করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।


উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-


পোস্টের নাম - ইন্টারপ্রেটিং অফিসার

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৪৪,৩০০/- টাকা



নির্বাচন পদ্ধতি



কম্পিটিটিভ লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।


আরও পড়ুনঃ একনজরে কোথায় কি চাকরি


নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcuttahightcourt.gov.in



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcuttahightcourt.gov.in এর মাধ্যমে ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে এই ঠিকানায় -,'  Office of the Registrar, Original Side, 1st Floor, Main 
Building, High Court at Calcutta, Kolkata – 700 001 '।

আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৪০০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcuttahightcourt.gov.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ