ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সালার জঙ্গ মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) স্টেনোগ্রাফার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ সহ কম্পিউটারে দক্ষতা এবং শর্ট হ্যান্ড এ প্রতি মিনিটে ১২০টি শব্দ ও টাইপ রাইটিং এ প্রতি

মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

২) সুপারভাইজার কাম ওভারসির

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

৩) গাইড লেকচারার

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মিউজিওলজি/আর্কেওলজি/ইতিহাস/ফাইন আর্টস/মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

৪) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৫) বুক বাইন্ডার

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

৬) মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

প্রবেশন পিরিয়ড - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ২ বছর

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

হায়দ্রাবাদ অঞ্চলে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ মে, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট www.salarjungmuseum.org থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Director, Salar Jung Museum, Hyderabad - 500002 '।

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট www.salarjungmuseum.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ