Guest Lecturer Recruitment: কলেজে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কাটোয়া কলেজে শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে বিষয়ে লেকচারার নিয়োগ করা হবে সেগুলি হল -
১) সংস্কৃত
শূন্যপদ - ২টি
২) ফিলোসফি
শূন্যপদ - ১টি
৩) ইংরেজি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ।
নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।
প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ সিভি জমা করতে হবে এই ঠিকানায় - ' Principal, Katwa College, Katwa, Purba Bardhaman, West Bengal, Pin - 713130 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.katwacollege.ac.in।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।