ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে কনসালট্যান্ট নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে কনসালট্যান্ট নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কনসালট্যান্ট (ইনফরমেশন টেকনোলজি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
২) কনসালট্যান্ট (নেটওয়ার্ক ম্যানেজমেন্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
৩) কনসালট্যান্ট (সাইবার সিকিউরিটি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
পারিশ্রমিক - ৭৫,০০০/- টাকা - ১,০০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NDMA এর অফিসিয়াল ওয়েবসাইট http://ndma.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি ও সিভি সহ খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Shri Abhishek Biswas, Under Secretary (Admn.), National Disaster Management Authority, NDMA Bhawan, A-1, Safdarjung Enclave, New Delhi - 110029 '।
যোগাযোগ - 011 - 26701700
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NDMA এর অফিসিয়াল ওয়েবসাইট http://ndma.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।