ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : মাধ্যমিক পাশ যোগ্যতায় ১১৬১ জনকে কনস্টেবল পদে নিযুক্ত করা হবে। নিয়োগ করবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force Recruitment 2025)।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৩ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) কনস্টেবল কুক

শূন্যপদ - ৪৯৩টি


২) কনস্টেবল কবলার 

শূন্যপদ - ৮৯টি


৩) কনস্টেবল টেলর 

শূন্যপদ - ২৩টি


৪) কনস্টেবল বার্বর 

শূন্যপদ - ১৯৯টি


৫) কনস্টেবল ওয়াশারম্যান

শূন্যপদ - ২৬২টি


৬) কনস্টেবল সুইপার

শূন্যপদ - ১৫২টি


৭) কনস্টেবল পেন্টার

শূন্যপদ - ২টি


৮) কনস্টেবল কার্পেন্টার 

শূন্যপদ - ৯টি


৯) কনস্টেবল ইলেকট্রিশিয়ান

শূন্যপদ - ৪টি


১০) কনস্টেবল মালি 

শূন্যপদ - ৪টি


১১) কনস্টেবল ওয়েল্ডার 

শূন্যপদ - ১টি


১২) কনস্টেবল চার্জ মেকানিক

শূন্যপদ - ১টি


১৩) কনস্টেবল এমপি অ্যাটেনডেন্ট

শূন্যপদ - ২টি



যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি পুরুষের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি ও বুকের ছাতির মাপ থাকতে হবে  ৮০ সেমি - ৮৫ সেমি। এবং মহিলার ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা



নির্বাচন পদ্ধতি



হাইট বার টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.cisf.gov.in এর মাধ্যমে ৩ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে।

আবেদনের মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/ইএসএম/মহিলা প্রভৃতি ক্যাটাগরিগুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং প্রভৃতির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ