ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এয়ার পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অধীনস্থ কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস কোম্পানি লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2023/Amritsar।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ Govt Jobs: একাধিক সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

 

উল্লেখিত পোস্টে  কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

পোস্টের নাম - সার্টিফাইড সিকিউরিটি স্ক্রিনার্স

শূন্যপদ - ৬০টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের ভ্যালিড বিসিএএস সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি ইংরেজি, হিন্দি এবং/অথবা আঞ্চলিক ভাষাতে কথা বলার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

যোগ্যতা ও বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী।

বেতন - বেসিক পে ১৫,০০০/- টাকা। এর সাথে আরো কিছু ইনক্রিমেন্ট, অ্যালওয়ান্স প্রদান করা হবে।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্য এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে অমৃতসর, পাঞ্জাবে এই নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে প্রয়োজন অনুসারে ও কাজের মানের উপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন AAICLAS  এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে AAICLAS  এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - " Airport Director, Airports Authority of India, SGRDJI Airport, Amritsar - 143101 "।

অথবা অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপি সহ আবেদন পত্র ইমেল করতে পারবেন এই ইমেল আইডিতে - hr_amritsar@aai.aero

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAICLAS  এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ