ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03(NFL)/2023।

আবেদন করতে হবে অনলাইনে ১ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-

 

পোস্টের নাম - অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১৫টি

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ বি.কম গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২৩,০০০/- টাকা - ৫৬,৫০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

অফলাইনে OMR শিটে পরীক্ষা নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NFL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nationalfertilizers.com

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে NFL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nationalfertilizers.com এর মাধ্যমে ১ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না। 

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NFL এর অফিসিয়াল ওয়েবসাইট nationalfertilizers.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ