ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং ওয়েবসাইট

আজ আপনাদের ৫ টি চাকরির সন্ধান দেওয়া হল। দেখে নিন আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোম্পানিতে আবেদনের সুযোগ রয়েছে

 

১) সংস্থার নাম -  T2A Technologies Pvt Ltd 

পোস্টের নাম -  সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের বয়স ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে এবং ভালো কমিউনিকেশন স্কিলস ও ইংরেজি/হিন্দি/বাংলা ভাষাতে লেখার দক্ষতা থাকতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ Government Jobs: সারা সপ্তাহের সবকটি চাকরির খবর একসঙ্গে

 

২)  সংস্থার নাম -  Duratuf Products Pvt. Ltd

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

ফিজিক্স/কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি/এম.এসসি ডিগ্রী থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং এ বি.টেক/ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ দেখুন বরফের মাঝে এই ছোট্ট স্তন্যপায়ীর শীতঘুমের ভিডিও

 

৩) সংস্থার নাম - Blob

পোস্টের নাম -  গ্রাফিক ডিজাইনার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

 

৪) সংস্থার নাম -  Royal Research 

পোস্টের নাম - কনটেন্ট/অ্যাকাডেমিক রাইটার - এডুকেশন

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞানের পাশাপাশি কম্পিউটার ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

আরও পড়ুনঃ RishiSunak: যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূতের জয়

৫)  সংস্থার নাম -  St. John's Diocesan Girls' H.S. School

পোস্টের নাম - শিক্ষক

সাইকোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং

ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কেবল মহিলারা আবেদনের যোগ্য।

আবেদনের জন্য সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ২৩ অক্টোবর, ২০২২ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে ইমেল করে পাঠাতে হবে এই আইডি তে - johnsdiocesan@gmail.com

পাশাপাশি পোস্ট করতে হবে এই ঠিকানায় - St. John's Diocesan Girls' H.S. School, 17, Sarat Bose Road, Kolkata - 700020।

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ