ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশে কনস্টেবল পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ১৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কনস্টেবল (কারপেন্টার)
শূন্যপদ - ৫৬টি
২) কনস্টেবল (ম্যাসন)
শূন্যপদ - ৩১টি
৩) কনস্টেবল (প্লামবার)
শূন্যপদ - ২১টি
অফিসয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কোর্সের আই টি আই পাশ সার্টিফিকেট থাকতে হবে।
পাশাপাশি উচ্চতা হতে হবে ১৭০সেমি এবং বুকের ছাতির মাপ থাকতে হবে ৮০ সেমি থেকে ৮৫ সেমি এর মধ্যে।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় আছে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
মোট চারটি ধাপের পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রথম ধাপে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে।
প্রথম ধাপে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে যার সময়সীমা ২ ঘণ্টা।
আরও পড়ুনঃ ঈগলের কবলে পাহাড়ি ছাগল, দেখুন ভিডিও
এই ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী তৃতীয় ধাপে সংশ্লিষ্ট ট্রেডের ট্রেড টেস্ট নেওয়া হবে।
প্রথম তিনটি ধাপের নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
পরীক্ষার সিলেবাস, ধরণ, অ্যাডমিট কার্ড প্রভৃতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
কেবল মাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট এ ১৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০/- টাকা।
তবে এসসি/এসটি/এক্স - সার্ভিস ম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মনের কথা শেয়ার করার সুযোগ ‘মন কি বাত’ এ
কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে - rectsupport@itbp.gov.in বা এই নম্বরে - 011 - 24369482 / 24369483।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।