একসাথে ১০ টি সংস্তায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো ? কোথায় যোগাযোগ করবো ? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে ? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।
দেখে নিন আজকের সেরা ৫ টি কাজের বাজারের খবর।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
১) সংস্থার নাম - Shree Padmaprava Digamber Jain Vidyalaya
পোস্টের নাম - শিক্ষক
ইংরেজি, ইতিহাস, ফিজিক্স বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী সহ বি.এড ডিগ্রী থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - spdjvidyalaya@yahoo.com
যোগাযোগ - 9434608057
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসম এ নিয়োগ
২) সংস্থার নাম - Calcutta Boys' School
পোস্টের নাম - শিক্ষক, অফিস অ্যাসিস্ট্যান্ট
সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
আবেদনের জন্য ৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.calcuttaboysschool.edu.in এর মাধ্যমে করতে হবে।
৩) সংস্থার নাম - Aurobinda ITI College
পোস্টের নাম - সেন্টার ইন চার্জ, অ্যাকাডেমিক কাউন্সেলর, ডি টি পি অপারেটর, টেলি কলার
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে saei2000@gmail.com।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় পরিবহন দপ্তরে নিয়োগ
৪) সংস্থার নাম - Prantik Publishers & Book Seller
পোস্টের নাম - এডিটর কাম প্রুফ রিডার
ইংরেজি বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট এবং দক্ষ ও অভিজ্ঞ এডিটর কাম প্রুফ রিডার নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - prantik.publisher@gmail.com
ঠিকানা - 18, Dr. Kartick Bose Street, Kolkata - 700009।
৫) সংস্থার নাম - Raipur Electronics
পোস্টের নাম - অ্যাকাউন্টস পার্সোনেল, ব্যাক অফিস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে karnail@raipurelectronics.com।
আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সরকারি চাকরির খবর
৬) সংস্থার নাম - Industrial Mining Tools
পোস্টের নাম - সেলস টেলিকলার, ট্রাভেলিং সেলসম্যান, মেকানিকাল ইন্সপেকশন, স্টোর ম্যানেজার
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি ও ছবি পাঠাতে হবে এই ইমেল আইডিতে industrialminingtools@gmail.com
যোগাযোগ - 8100468681 / 9748344187
৭) সংস্থার নাম - Ray and Martin
পোস্টের নাম - এডিটর
ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট এডিটর নিয়োগ করা হবে।
আবেদনের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন এর মার্কশিট এবং সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে rayandmartineditor@gmail.com।
ঠিকানা - 6C, রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা - ৭০০০০৯
আরও পড়ুনঃ Supreme Court Recruitment: কর্মী নিয়োগ করছে সুপ্রিম কোর্ট
৮) সংস্থার নাম - Colonels Academy
পোস্টের নাম - শিক্ষক
এস এস টি, ইংরেজি, কম্পিউটার, মিউজিক বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে দেখুন - www.colonelsacademy.in
আবেদনের জন্য ২৯ মার্চ, ২০২৩ এর মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে cvcolonelsacademy@gmail.com।
যোগাযোগ - 9973855299 / 9430522511
৯) সংস্থার নাম - St. Helen School
পোস্টের নাম - ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, আয়া
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।
সময় - সোম থেকে বুধ বার, দুপুর ২ টো থেকে ৪টে পর্যন্ত
ঠিকানা - St. Helen School, 21B, Rani Shankari Lane, Hazra, Kolkata - 700026
আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সরকারি চাকরির খবর
১০) সংস্থার নাম - Zilla Public School
পোস্টের নাম - শিক্ষক
কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বিষয়ের জন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে zillapublicschool2006@gmail.com।
যোগাযোগ - 9064065030