ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : মালদার বয়েজ সেন্ট্রাল হোস্টেলে (Hostel Job Recruitment) সুপারিটেনডেন্ট, কুক, হেল্পার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে (Multiple Vacancies)।

আবেদন পত্র জমা করতে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) সুপারিনটেনডেন্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

পারিশ্রমিক - ১৫,০০০/- টাকা


২) কেয়ারটেকার (মেল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

পারিশ্রমিক - ৯০০০/- টাকা


৩) কুক

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

পারিশ্রমিক - ৭০০০/- টাকা


৪) হেল্পার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

পারিশ্রমিক - ৫০০০/- টাকা


৫) দারওয়ান কাম নাইট গার্ড

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

পারিশ্রমিক - ৬০০০/- টাকা


৬) কর্মবন্ধু (পার্ট টাইম)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

পারিশ্রমিক - ৫০০০/- টাকা

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।



নির্বাচন পদ্ধতি



সুপারিনটেনডেন্ট ও কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং অন্যান্য সকল পোস্টের ক্ষেত্রে কেবল ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.malda.gov.in



আবেদন পদ্ধতি



আবেদন পত্র জমা করতে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://www.malda.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Office of the Project Officer - cum - District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetery Road near BT College, P.O. - Malda, P.S. English Bazar, Malda - 732101 ' ।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


একাধিক পোস্টের জন্য আবেদন করা যাবে না। একজন প্রার্থী কেবল মাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.malda.gov.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ