ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে ব্লক প্রোগ্রাম কো - অর্ডিনেটর (আশা) পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - ব্লক প্রোগ্রাম কো - অর্ডিনেটর (আশা)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সোশ্যাল সায়েন্স/সোশিওলজি/সোশ্যাল অ্যানথ্রোপলজি/সোশ্যাল ওয়ার্ক/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইকোনমিকস/রুরাল ডেভেলপমেন্ট/মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ১৫,০০০/- টাকা (মাসিক)

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্ক্রিনিং টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

ঝাড়গ্রাম সাব ডিভিশন অঞ্চলে নিয়োগ করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in বা www.jhargram.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' To, Sub divisional Officer & Member Secretary, Jhargram Sub Division, AT - Jhargram, P.O. - Jhargram, Dist - Jhargram, Pin - 721507 '।

খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF  " Block Programme Coordinator (ASHA) "।

একজন আবেদনকারী কেবল মাত্র একবারই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in  বা www.jhargram.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ