কলকাতার কোয়ালিটি অ্যাসুরান্স এস্টাবলিসমেন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার কোয়ালিটি অ্যাসুরান্স এস্টাবলিসমেন্ট (নেভাল) এ ড্রাইভার, ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) স্টেনোগ্রাফার গ্রেড ll
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে ট্রান্সক্রিপশন এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
আরও পড়ুনঃ সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
২) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৩) সিভিলিয়ান মোটর ড্রাইভার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ড্রাইভিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
শর্ট সিলেক্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আরও পড়ুনঃ সেক্সটরশন – সাবধান হন আজই
পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন Dggadefence এর অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে Dgqadefence এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - The Quality Assurance Officer, Quality Assurance Establishment (Naval), DGQA Complex, Commissariat Road, Hastings, Kolkata - 700022।
আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি
খামের উপর লিখতে হবে - APPLICATION FOR THE POST OF ____ (যে পোস্টের জন্য আবেদন করা হয়েছে তার নাম)।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন Dggadefence এর অফিসিয়াল ওয়েবসাইট - dgqadefence.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ