ইন্ডিয়ান কোস্ট গার্ড এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান কোস্ট গার্ড (ICG) এ ড্রাইভার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সারাং লাস্কার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ৪
২) ইঞ্জিন ড্রাইভার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ৪
আরও পড়ুনঃ কোর্স করিয়ে চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় নৌসেনা
৩) সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভারী ও হালকা যানবাহন চালানোর লাইসেন্স এবং গাড়ি সারানো/মেকানিজম সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ২
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রের স্ক্রুটিনি করার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেইসকল শর্ট সিলেক্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষার নম্বর ৮০ ও সময়সীমা ১ ঘণ্টা।
আরও পড়ুনঃ ভুয়ো তথ্য শেয়ারের অভিযোগে ব্লক করা হল একাধিক ইউটিউব চ্যানেল
দুটি ভাষায় প্রশ্নপত্র করা হবে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।
প্রতি প্রশ্নের মান ১। কোনো নেগেটিভ মার্কিং নেই।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ICG এর অফিসিয়াল ওয়েবসাইট https://indiancoastguard.gov.in/।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ICG এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আরও পড়ুনঃ Urgent Job: ৫ টি সংস্থায় কাজের খোঁজ
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও পাসপোর্ট সাইজ ছবি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Commander, Headquarters, Coast Guard Region (North - West), Post Box No. 9, Sector 11, Gandhinagar, Gujarat - 382010 '।
খামের উপর লিখতে হবে ' APPLICATION FOR THE POST OF ____ '।
খামের উপর ৫০/- টাকার পোস্টাল স্ট্যাম্প দিতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ICG এর অফিসিয়াল ওয়েবসাইট https://indiancoastguard.gov.in/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।