গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ২০২২ - ২৩ বর্ষে বিভিন্ন ট্রেডে ২৪৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - APP:01/22।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1961 অনুযায়ী।
আবেদন করতে হবে অনলাইনে ৫ আগস্ট, ২০২২ এর মধ্যে।
ট্রেড অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপের বিস্তারিত তথ্য
ক) ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স - আই টি আই)
শূন্যপদ - ১৬৩টি
যে যে ট্রেডে এক্স - আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) ফিটার
২) ওয়েলডার
৩) ইলেকট্রিশিয়ান
৪) মেশিনিস্ট
৫) পাইপ ফিটার
৬) কারপেন্টার
৭) ড্রটসম্যান (মেকানিকাল)
৮) PASAA
৯) ইলেকট্রনিক মেকানিক
১০) পেইন্টার
১১) মেকানিক (ডিজেল)
১২) ফিটার (স্ট্রাকচারাল)
১৩) সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট
১৪) মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স
১৫) ICTSM
১৬) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক
যোগ্যতা - ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের ক্ষেত্রে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ এবং অন্যান্য ট্রেডের ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৪ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - ৭০০০/- টাকা অথবা ৭,৭০০/- টাকা
ট্রেনিং এর মেয়াদ - ১ বছর
খ) ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার)
শূন্যপদ - ৪০টি
যে যে ট্রেডে ফ্রেশার ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) ফিটার
২) ওয়েলডার (গ্যাস ও ইলেকট্রিক)
৩) ইলেকট্রিশিয়ান
৪) পাইপ ফিটার
৫) মেশিনিস্ট
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৪ বছর থেকে ২০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - প্রথম বছর ৬০০০/- টাকা এবং দ্বিতীয় বছর ৬,৬০০/- টাকা
ট্রেনিং এর মেয়াদ - Apprentice Act অনুযায়ী
গ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ১৬টি
যে যে ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে -
১) মেকানিকাল
২) ইলেকট্রিক্যাল
৩) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
৪) সিভিল
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ডিগ্রী থাকতে হবে।
তবে ২০২০, ২০২১ ও ২০২২ এ যারা ডিগ্রী পাশ করেছেন কেবল তারাই আবেদন করতে পারবেন।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৪ বছর থেকে ২৬ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - ১৫,০০০/- টাকা
ট্রেনিং এর মেয়াদ - ১ বছর
ঘ) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ৩০টি
যে যে ট্রেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) মেকানিকাল
২) ইলেকট্রিক্যাল
৩) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
৪) সিভিল
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ডিগ্রী থাকতে হবে।
তবে ২০২০, ২০২১ ও ২০২২ এ যারা ডিগ্রী পাশ করেছেন কেবল তারাই আবেদন করতে পারবেন।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৪ বছর থেকে ২৬ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - কলকাতায় ১০,০০০/- টাকা এবং রাঁচিতে ৯০০০/- টাকা
ট্রেনিং এর মেয়াদ - ১ বছর
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত করা হবে।
নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।
কলকাতা ও রাঁচি অঞ্চলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in অথবা https://jobapply.in/grse2022app এর মাধ্যমে ৫ আগস্ট, ২০২২ এর মধ্যে।
তবে আবেদন করার আগে অবশ্যই https://portal.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in।