ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কনসালট্যান্ট পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - Cont./09/2022।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৬ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) কনসালট্যান্ট (সায়েন্স মিউজিয়াম প্রোজেক্ট)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স / মেকানিকাল / ইলেকট্রনিকস এ প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী বা বি.ই / বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা, কম্পিউটার সায়েন্স / মেকানিকাল / ইলেকট্রনিক্স বিষয়ে এম.টেক / এম.ই / এম.এস ডিগ্রী বা ফিজিক্সে পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা, কম্পিউটার সায়েন্স / মেকানিকাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -এ পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

২) কনসালট্যান্ট (সিভিল ইঞ্জিনিয়ারিং)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে।

বেতনক্রম - কেন্দ্র সরকারের গাইড লাইন অনুযায়ী প্রদান করা হবে।

রিটায়ার্ড প্রফেশনালরা আবেদনের যোগ্য।

একবছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৬ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - Controller of Administration, NCSM (Hqrs), National Council of Science Museums, 33, Block - GN, Sector - V, Bidhan Nagar, Kolkata - 700091

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ