ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে মোট ২৯৪ জন কর্মী নিয়োগ করা হবে। 
আবেদন করতে হবে অনলাইনে HPCL এর অফিসিয়াল ওয়েবসাইটে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুনঃ

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) মেকানিকাল ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ১০৩টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ৪২টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৩) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ৩০টি
যোগ্যতা - ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৪) সিভিল ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ২৫টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৫) কেমিক্যাল ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৬) ইনফরমেশন সিস্টেমস অফিসার 
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/ আই টি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৭) সেফটি অফিসার
শূন্যপদ - ১৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং  ইন্ডাস্ট্রিয়াল সেফটি তে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে এবং যে রাজ্যে নিয়োগ হবে সেখানকার আঞ্চলিক ভাষা জানতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৮) ফায়ার অ্যান্ড সেফটি অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে সার্টিফিকেট/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৯) কোয়ালিটি কন্ট্রোল অফিসার
শূন্যপদ - ২৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এম.এসসি ডিগ্রী ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১০) ব্লেন্ডিং অফিসার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এম.এসসি ডিগ্রী ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১১) চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১২) HR অফিসার
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৩) ওয়েলফেয়ার অফিসার রিফাইনারি
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৪) ল অফিসার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিগ্রী কোর্স অথবা উচ্চ মাধ্যমিক পাশ এর পর মোট ৫ বছরের কোর্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৫) ল অফিসার HR
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিগ্রী কোর্স অথবা উচ্চ মাধ্যমিক পাশ এর পর মোট ৫ বছরের কোর্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৬) ম্যানেজার/সিনিয়র ম্যানেজার - ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিগ্রী এবং ৯ - ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৪ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৮০,০০০/- টাকা - ২,২০,০০০/- টাকা বা ৯০,০০০/- টাকা - ২,৪০,০০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউ এবং প্রযোজ্য ক্ষেত্রে মুট কোর্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

এছাড়াও নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে।

প্রবেশন পিরিয়ড - ১ বছর

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে HPCL এর অফিসিয়াল ওয়েবসাইট  www.hindustanpetroleum.com এর মাধ্যমে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/UPI/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HPCL এর অফিসিয়াল ওয়েবসাইট  www.hindustanpetroleum.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ