জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - অর্ডিনারি গ্রেড ড্রাইভার
শূন্যপদ - ১৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি ভারী ও হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি সারানো সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন GSI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.gsi.gov.in।
প্রবেশন পিরিয়ড - ২ বছর
আরও পড়ুনঃ ঈগলের কবলে পাহাড়ি ছাগল, দেখুন ভিডিও
অস্থায়ী হিসেবে নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
নর্দার্ন রিজিয়নের রাজ্যগুলির জন্য এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে GSI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director & Head of Office, Northern Region, Geological Survey of India, Sector - E, Aliganj, Lucknow - 226024 '।
খামের উপর লিখতে হবে - ' Application for the post of Ordinary Grade Driver '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GSI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.gsi.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।