ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরিতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সি এস আই আর - ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরিতে অ্যাসোসিয়েট ও অ্যাসিস্টান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/2022।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read More
ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ নেওয়া হবে ২ আগস্ট, ২০২২ তারিখ থেকে ৫ আগস্ট, ২০২২ তারিখ পর্যন্ত।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
গ্রুপ - এ
১) ক) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৪২০০০/- টাকা
খ) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
২) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
৩) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
৪) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
৫) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - জিওলজি বিষয়ে এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
গ্রুপ - বি
৬) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
৭) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং /ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
গ্রুপ - সি
৮) সাইন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - জার্নালিজম ও মাস কমিউনিকেশনে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ১৮,০০০/- টাকা
৯) সাইন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.কম ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ১৮,০০০/- টাকা
১০) ক) সাইন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স এ বি.এসসি/বিসিএ ডিগ্রী অথবা আইটিতে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ১৮,০০০/- টাকা
খ) প্রোজেক্ট অ্যাসোসিয়েট II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স এ এমসিএ/এম.এসসি ডিগ্রী অথবা আই টি তে এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
১১) সাইন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স এ বি.এসসি/বিসিএ ডিগ্রী অথবা আইটিতে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ১৮,০০০/- টাকা
গ্রুপ - ডি
১২) ক) প্রোজেক্ট অ্যাসোসিয়েট I
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেটালার্জি/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী অথবা কেমিস্ট্রি/এনভায়রনমেন্টাল সায়েন্স এ এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
খ) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
১৩) ক) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেটালার্জি/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী অথবা কেমিস্ট্রিতে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
খ) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
১৪) প্রোজেক্ট অ্যাসোসিয়েট I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
গ্রুপ - ই
১৫) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং/মেটালার্জিকাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
১৬) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
গ্রুপ - এফ
১৭) ক) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
খ) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে পি.এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৪২,০০০/- টাকা
১৮) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী অথবা কেমিস্ট্রিতে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
১৯) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
গ্রুপ - জি
২০) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেটালার্জি ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে অথবা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
২১) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
২২) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
২৩) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
২৪) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
গ্রুপ - এইচ
২৫) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে এম.এসসি ডিগ্রী অথবা মেটালার্জি/ মেটেরিয়াল সায়েন্স/কেমিক্যাল/সেরামিকস এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
২৬) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে বি.এসসি ডিগ্রী বা মেটালার্জিতে তিন বছরের ডিপ্লোমা বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
২৭) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
২৮) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
গ্রুপ - আই
২৯) ক) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা
খ) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
গ) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং এ এম.ই/এম.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৪২,০০০/- টাকা
৩০) ক) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেটালার্জিতে বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
খ) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৮,০০০/- টাকা /৩৫,০০০/- টাকা
গ্রুপ - জে
৩১) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিস্ট্রিতে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
৩২) প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী অথবা কেমিস্ট্রিতে এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২৫,০০০/- টাকা /৩১,০০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
NET/GATE অথবা ন্যাশনাল লেভেল এক্সাম এ প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনকারী প্রার্থীর সংখ্যা অনেক হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তিত হতে পারে।
অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২ আগস্ট, ২০২২ তারিখ থেকে ৫ আগস্ট, ২০২২ তারিখ পর্যন্ত।
গ্রুপ - এ এবং বি এর ইন্টারভিউ আছে ২ আগস্ট, ২০২২ তারিখ।
গ্রুপ - সি, ডি ও ই এর ইন্টারভিউ আছে ৩ আগস্ট, ২০২২ তারিখ।
গ্রুপ - এফ, জি ও এইচ এর ইন্টারভিউ আছে ৪ আগস্ট, ২০২২ তারিখ।
গ্রুপ - আই ও জে এর ইন্টারভিউ আছে ৫ আগস্ট, ২০২২ তারিখ।
প্রয়োজনীয় তথ্যাদি সহ সকাল ৯টা থেকে ১১টার মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায় - CSIR - NML, Burmamines, Jamshedpur - 831007, Jharkhand।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CSIR - NML এর অফিসিয়াল ওয়েবসাইট www.nmlindia.org।