ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL) মোট ১০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। 

আবেদন করতে হবে অনলাইনে ৩০ আগস্ট, ২০২২ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1973 অনুযায়ী।

ট্রেনিংয়ের মেয়াদ - ১ বছর

 

অ্যাপ্রেন্টিসশিপ অনুযায়ী বিস্তারিত তথ্য

 

বিভাগ - ডিগ্রী/ ৩ বছরের ডিপ্লোমা/ গ্র্যাজুয়েট (টেকনিক্যাল/ নন টেকনিক্যাল)

 

১) শাখা - সেলস অ্যান্ড মার্কেটিং

আসন সংখ্যা - ৩৯টি

স্টাইপেন্ড - ৯০০০/- টাকা প্রদান করা হবে।

 

২) শাখা - টেলিকম, আইটি, সেলস অ্যান্ড মার্কেটিং, বিলিং অ্যান্ড সিস্টেম রিলেটেড এক্টিভিটিস

আসন সংখ্যা - ৬১টি

স্টাইপেন্ড - ডিপ্লোমা পাশ হলে  ৮০০০/- টাকা এবং ডিগ্রী/গ্র্যাজুয়েট পাশ হলে ৯০০০/- টাকা প্রদান করা হবে।

গ্র্যাজুয়েট পাশ হলে ৯০০০/- টাকা প্রদান করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

যোগ্যতা - ডিগ্রী / গ্র্যাজুয়েট (টেকনিক্যাল বা নন টেকনিক্যাল) এবং ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী বয়স থাকতে হবে।

তবে নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

শর্ট সিলেক্টেড প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত করা হবে http://www.boat-srp.com অথবা

BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট http://karnataka.bsnl.co.in/ এ।

কর্ণাটক সার্কেল এ নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ৩০ আগস্ট, ২০২২ এর মধ্যে।

প্রথমে অবশ্যই NATS এর পোর্টাল www.mhrdnats.gov.in এ রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৯ আগস্ট, ২০২২।

তারপর সেখানে সিভি আপলোড করে ' BHARAT SANCHAR NIGAM LIMITED ' টাইপ করে সার্চ করতে হবে।

পরবর্তী সেখান থেকে apply তে ক্লিক করে আবেদন করতে হবে।

কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। ইমেল আইডি - knplacement@boat-srp.com  / boatktkbsnl@gmail.com

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট http://karnataka.bsnl.co.in/

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ