RBU Recruitment: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলকাতার ক্যাম্পাসে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলকাতার ক্যাম্পাসে শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ আগস্ট, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল -
পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ - ৪টি
যে যে বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল - সোশিওলজি, জিওগ্রাফি, মাস কমিউনিকেশন ও ভিডিওগ্রাফি।
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং NET/SET/SLET পরীক্ষা পাশ অথবা পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৫৭,৭০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ'র মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rbu.ac.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২১ আগস্ট, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rbu.ac.in থেকে।
আবেদনে পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata - 700050 ' ।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ৫০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' in favour of RABINDRA BHARATI UNIVERSITY payable at Kolkata '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rbu.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।