ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাষ্ট্রীয় মিলিটারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৯ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাসিস্ট্যান্ট মাস্টার (ম্যাথেমেটিকস)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ অথবা চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স করে থাকতে হবে।

 

২) অ্যাসিস্ট্যান্ট মাস্টার (কেমিস্ট্রি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ফিজিক্স ও গণিত বিষয় সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ থাকতে হবে।

 

৩) অ্যাসিস্ট্যান্ট মাস্টার (কম্পিউটার সায়েন্স)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ অথবা ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

 

৪) অ্যাসিস্ট্যান্ট মাস্টার (হিন্দি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

স্ক্রুটিনি ও ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের টিচিং প্র্যাক্টিস দেখে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ১৯ মে, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rashtriyamilitaryschools.edu.in

পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Principal, Rashtriya Military School, Richmond Town, Hosur Road, Bengaluru - 560025 '।
খামের উপর লিখতে হবে ' Application for the post of  ________। '

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে কেবল ৫০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' in favour of the Principal Rashtriya Military School Bengaluru payable at Bangalore/Bengaluru '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rashtriyamilitaryschools.edu.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ