RAKVK Recruitment: রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ মে, ২০২৩ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - স্কিলড সাপোর্ট স্টাফ
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১২ মে, ২০২৩ তারিখ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫,২০০/- টাকা - ২০,২০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.rakvknimpith.org.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ মে, ২০২৩ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.rakvknimpith.org.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Chairman, Ramkrishna Ashram Krishi Vigyan Kendra, P.O. Nimpith Ashram, Dist - South 24 Parganas, West Bengal - 743338 '।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০/- টাকা এবং এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধী এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - Account Name - R K.Ashram KVK Revolving Fund
Account No. 11259496614
IFS CODE - SBIN0003079
Branch - State Bank of India, Nimpith
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVK এর অফিসিয়াল ওয়েবসাইট www.rakvknimpith.org.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।