ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় রেলওয়েতে মোট ১১০৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 এবং Apprenticeship Rules 1962 অনুযায়ী।

ট্রেনিং এর মেয়াদ - ১ বছর।

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

যে যে ওয়ার্কশপ/ইউনিটে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) মেকানিকাল ওয়ার্কশপ/গোরাখপুর 

শূন্যপদ - ৪১১টি

২) সিগনাল ওয়ার্কশপ/গোরাখপুর ক্যান্টনমেন্ট

শূন্যপদ - ৬৩টি

৩) ব্রিজ ওয়ার্কশপ/গোরাখপুর ক্যান্টনমেন্ট

শূন্যপদ - ৩৫টি

৪) মেকানিকাল ওয়ার্কশপ/ইজাতনগর 

শূন্যপদ - ১৫১টি

৫) ডিজেল শেড/ইজাতনগর

শূন্যপদ - ৬০টি

৬) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন/ইজাতনগর

শূন্যপদ - ৬৪টি

৭) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন/লখনউ 

শূন্যপদ - ১৫৫টি

৮) ডিজেল শেড/ গন্ডা

শূন্যপদ - ৯০টি

৯) ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন/বারাণসী

শূন্যপদ - ৭৫টি

 

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে।

বয়স - বয়স হতে হবে ২ আগস্ট, ২০২৩ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - নিয়ম বিধি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

 

নির্বাচন পদ্ধতি

 

মাধ্যমিক ও আই টি আই তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নর্থ - ইস্টার্ন রেলওয়েতে এই নিয়োগ হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় নর্থ - ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর অফিসিয়াল ওয়েবসাইট - ner.indianrailways.gov.in

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ