ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় রেলওয়েতে মোট ৩৬২৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। 

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৬ জুলাই, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।

ট্রেনিং এর মেয়াদ - ১ বছর।

 

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

যে যে বিভাগে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) বিসিটি ডিভিশন
শূন্যপদ - ৭৪৫টি

২) বিআরসি ডিভিশন
শূন্যপদ - ৪৩৪টি

৩) এডিআই ডিভিশন
শূন্যপদ - ৬২৪টি

৪) আরটিএম ডিভিশন
শূন্যপদ - ৪১৫টি

৫) আরজেটি ডিভিশন
শূন্যপদ - ১৬৫টি

৬) বিভিপি ডিভিশন 
শূন্যপদ - ২০৬টি

৭) পি এল ওয়ার্কশপ
শূন্যপদ - ৩৯২টি

 

আরও পড়ুনঃ সবার জন্য কাজের খোঁজ

 

৮) এমএক্স ওয়ার্কশপ
শূন্যপদ - ৭৭টি

৯) বিভিপি ওয়ার্কশপ
শূন্যপদ - ১১২টি

১০) ডিএইচডি ওয়ার্কশপ
শূন্যপদ - ২৬৩টি

১১) পি আর টি এন ওয়ার্কশপ
শূন্যপদ - ৭২টি

১২) এসবিআই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ
শূন্যপদ - ৬০টি

১৩) এসবিআই সিগনাল
শূন্যপদ - ২৫টি

১৪) হেড কোয়ার্টার অফিস
শূন্যপদ - ৩৪টি

 

 

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৬ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - নিয়ম বিধি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

 

নির্বাচন পদ্ধতি

 

মাধ্যমিক ও আই টি আই তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrc-wr.com এর মাধ্যমে ২৬ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrc-wr.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ