ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রেলওয়ে গুডস শেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি তে বিভিন্ন পদে  মোট ৩১৯০ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 04/2023।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৫ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পশ্চিমবঙ্গ ডিভিশন এর ক্ষেত্রে মোট শূন্যপদ - ৩২১টি

 

কোন পোস্টে কতজন কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

১) ওয়েলফেয়ার অফিসার

মোট শূন্যপদ - ৬০৬টি

পশ্চিমবঙ্গ ডিভিশন অনুযায়ী শূন্যপদ - ৬১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ 

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৪ বছরের মধ্যে।

বেতন - ৪০,০০০/- টাকা

 

২) জুনিয়র অ্যাসিস্ট্যান্টস

মোট শূন্যপদ - ৯০৮টি

পশ্চিমবঙ্গ ডিভিশন অনুযায়ী শূন্যপদ - ৯৪টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ 

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৪ বছরের মধ্যে।

বেতন - ৩৪,০০০/- টাকা

 

৩) জুনিয়র টাইম কিপার

মোট শূন্যপদ - ১৬৭৬টি

পশ্চিমবঙ্গ ডিভিশন অনুযায়ী শূন্যপদ - ১৬৬টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৪ বছরের মধ্যে।

বেতন - ২৮,০০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RGSWWCS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.rmgs.org

নির্বাচিত প্রার্থীদের শুরুতে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে RGSWWCS এর অফিসিয়াল ওয়েবসাইট  www.rmgs.org এর মাধ্যমে ২৫ মে, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা/ট্রান্সজেন্ডার প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে কেবল ৫০০/- টাকা জমা দিতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RGSWWCS এর অফিসিয়াল ওয়েবসাইট  www.rmgs.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ