Rail Recruitment: ভারতীয় রেলে ১৮৩২ জন নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় রেলে ১৮৩২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৯ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।
ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1961 অনুযায়ী।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
যে যে ডিভিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) দানাপুর ডিভিশন
শূন্যপদ - ৬৭৫টি
২) ধানবাদ ডিভিশন
শূন্যপদ - ১৫৬টি
৩) Pt. দীন দয়াল উপাধ্যায় ডিভিশন
শূন্যপদ - ৫১৮টি
৪) সোনপুর ডিভিশন
শূন্যপদ - ৪৭টি
৫) সমস্তিপুর ডিভিশন
শূন্যপদ - ৮১টি
৬) প্লান্ট ডিপো
শূন্যপদ - ১৩৫টি
৭) ক্যারিয়েজ রিপেয়ার ওয়ার্কশপ/হার্নাউৎ
শূন্যপদ - ১১০টি
৮) মেকানিকাল ওয়ার্কশপ/সমাস্তিপুর
শূন্যপদ - ১১০টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - নিয়মবিধি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcecr.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcecr.gov.in এর মাধ্যমে ৯ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য - ১০০/- টাকা। এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcecr.gov.in।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।