District Court Recruitment: জেলা কোর্টে ভলেন্টিয়ার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : পূর্ব বর্ধমানের জেলা কোর্টে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1/2024।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে।
আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - প্যারা লিগাল ভলেন্টিয়ার
শূন্যপদ - ৪৯টি
বয়স - বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট https://districts.ecourts.gov.in/purba-bardhaman।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট https://districts.ecourts.gov.in/purba-bardhaman।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ জমা করতে হবে এই ঠিকানায় - ' District Legal Services Authority, Purba Bardhaman, Burdwan District Judges Court Compound (Top Floor), P.O. - Burdwan, P.S & Dist. - Purba Bardhaman, Pin - 713101
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট https://districts.ecourts.gov.in/purba-bardhaman।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ