পাঞ্জাব কো অপারেটিভ ব্যাঙ্কে ক্লার্ক ও অফিসার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ পাঞ্জাব স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে সিনিয়র ম্যনেজার, ম্যনেজার, ইনফরমেশন, টেকনোলজি অফিসার, ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোটাইপিস্ট পোস্টে মোট ৮৫৬ জন কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ২০ মে, ২০২১ এর মধ্যে ।
তালিকার আকারে শূন্যপদ
পোস্ট অনুসারে যোগ্যতার বিবরণ
পোস্ট -সিনিয়র ম্যানেজার
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট বা MFC/MBA ডিগ্রি বা চার্টার অ্যাকাউন্টটেন্ট অথবা, কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট বা ৫৫% নম্বর সহ যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট ও CAIIB পাশরা আবেদনের যোগ্য।
মাধ্যমিকে পাঞ্জাবি ভাষা পরে থাকতে হবে। মাধ্যমিকে এই ভাষা না পড়ে থাকলে চাকরি পাওয়ার ২ বছরের মধ্যে এই ভাষা আয়ত্ত করতে হবে এবং ভাষা পরীক্ষায় পাশ করতে হবে।
প্রার্থীকে যে-কোনো প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে স্কেল ১ বা তার বেশি স্কেলের অফিসার হিসেবে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা পাঞ্জাব স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক বা অপর যে-কোনো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে ম্যনেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার হিসেবে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পোস্ট : ম্যানেজার
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট বা MFC/MBA ডিগ্রি বা চার্টার অ্যাকাউন্টটেন্ট অথবা, কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট বা ৫৫% নম্বর সহ যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট ও CAIIB পাশরা আবেদনের যোগ্য।
মাধ্যমিকে পাঞ্জাবি ভাষা পরে থাকতে হবে।
পোস্ট : ইনফরমেশন টেকনোলজি অফিসার
কমপক্ষে ৫০% নম্বর সহ ইনফরমেশন টেকনোলজি-তে MCA/ M.Sc. বা কমপক্ষে ৫৫% নম্বর সহ B.E/B.Tech/B.Sc Engineering ডিগ্রি পাশরা আবেদনের যোগ্য। মাধ্যমিকে পাঞ্জাবি ভাষা পরে থাকতে হবে।
পোস্ট : ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর
দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ গ্র্যাজুয়েট বা যে কোনও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট এবং ৬ মাসের কম্পিউটার ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশরা আবেদনের যোগ্য। । মাধ্যমিকে পাঞ্জাবি ভাষা পরে থাকতে হবে।
পোস্ট : স্টেনো-টাইপিস্ট
দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ গ্র্যাজুয়েট বা যে কোনও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট এবং ৬ মাসের কম্পিউটার ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশরা আবেদনের যোগ্য। । মাধ্যমিকে পাঞ্জাবি ভাষা পরে থাকতে হবে।
সাথে পাঞ্জাবি এবং ইংলিশ ভাষায় ৮০ wpm হাতে লেখার গতি এবং ২০ wpm ট্রান্সক্রিপশন থাকতে হবে।
উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ১ জানুয়ারী, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। বয়সের ছাড় সম্পর্কিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট।
নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। কোনও ইন্টারভিউ হবে না। কেবলমাত্র স্টেনোটাইপিস্ট পদের জন্য লিখিত পরীক্ষার সাথে স্কিল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। অবজেক্টিভ টাইপ ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় সময় থাকবে ২ ঘণ্টা। প্রতিটি পোস্টের সিলেবাস আলাদা। বিস্তারিত সিলেবাস পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
মাসিক বেতন
সিনিয়র ম্যনেজার - ৩৫,৪০০ টাকা
ম্যনেজার - ২৯,২০০ টাকা
ইনফরমেশন এন্ড টেক্নোলজি অফিসার - ২৫,৫০০ টাকা
স্টেনোটাইপিস্ট - ২১,৭০০ টাকা
ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর - ১৯,৯০০ টাকা
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ২০ মে, ২০২১ এর মধ্যে । আবেদনের ফি ১৪০০ টাকা (এস সি- ৭০০ টাকা)।
এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।