ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কুক হেল্পার, নাইট গার্ড সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলে মেয়ে উভয়েই  আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য :-



১) সুপারিনটেনডেন্ট

শূন্যপদ - ২টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ১৫,০০০/- টাকা


২) কেয়ার টেকার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৯,০০০/- টাকা


৩) মেট্রন

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৯,০০০/- টাকা


৪) কুক

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৭,০০০/- টাকা


৫) হেল্পার 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৫,০০০/- টাকা


৬) কর্মবন্ধু 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৩,০০০/- টাকা


৭) দারোয়ান কাম নাইট গার্ড

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৬,০০০/- টাকা


প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আঞ্চলিক ভাষায় লেখা, পড়া ও কথা বলার দক্ষতা থাকতে হবে ও সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

মুর্শিদাবাদে এই নিয়োগ করা হবে।



নির্বাচন পদ্ধতি 



ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।

ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২৪।

কেবল সুপারিনটেনডেন্ট, কেয়ার টেকার ও মেট্রোন পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in

সম্পূর্ণ অস্থায়ী হিসেবে এই পদগুলোতে নিযুক্ত করা হবে।



আবেদন পদ্ধতি 



আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://murshidabad.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ জমা করতে হবে এই ঠিকানায় - ' P.O CUM D.W.O, BCW & TD, Office of the District Magistrate, Murshidabad, Room No. 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin - 742101 '।

একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্যই  আবেদন করতে পারবেন।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ