ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ জুন, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুনঃ 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

পোস্ট - প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সোশিয়োলজি/সোশ্যাল ওয়ার্ক/ ইকোনমিকস এ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি

বাংলা ভাষাতে কথা বলা, ইংরেজি ভাষাতে লেখা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

 

আরও পড়ুনঃ শুরু হল বেসরকারি রেল পরিষেবা। কি সুবিধা পাবেন যাত্রীরা?

 

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

মাসিক পারিশ্রমিক - ৭৫০০/- টাকা

নির্বাচন পদ্ধতি 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আরও পড়ুনঃ প্রায় ২৮ বছর পরেও একই উন্মাদনা ডাইনোসরদের নিয়ে তৈরি সিনেমায়

 

শর্ট সিলেক্টেড প্রার্থীদের ২৫ জুন, ২০২২ তারিখে ইমেল করে জানিয়ে দেওয়া হবে।

চার মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ জুন, ২০২২ এর মধ্যে।

প্রথমে NSOU এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

 

আরও পড়ুনঃ কাঁচা বাদাম গানে Jugnu kids, ভাইরাল ভিডিও

 

তারপর তা প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড সহ স্ক্যান কপি পিডিএফ ফাইল ফরম্যাটে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - ritu@wnbsou.ac.in

ইমেলের সাবজেক্ট লাইনে লিখতে হবে - ' Application for NSOU Sponsored Project '

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NSOU এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ