উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্তমানে অনেক চাকরির সুযোগ রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হল, সঠিক সময়ে চাকরির সন্ধান পাওয়া। এই সমস্যার সমাধানে স্কিল বেঙ্গলে প্রতিনিয়ত বেসরকারি চাকরির খবর তালিকার আকারে প্রকাশিত হচ্ছে।
তাই নিয়মিত আপডেট পেতে প্রতিদিন চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে।
চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং স্কিল বেঙ্গল এর - ইউ টিউব চ্যানেল । |
তালিকার আকারে সম্পূর্ণ তথ্য
SL NO |
Employer/ Requirements Agency |
Post |
Job Details |
How To Apply /Contact Details |
1 |
Wipro |
Team leader |
শিক্ষাগত যোগ্যতা - B.E , B.Pharm, M.Pharm সামগ্রিক কাজের পরিচালনার দক্ষতা থাকা আবশ্যিক। PFMEA এবং কোয়ালিটি কন্ট্রোল প্লানের বিষয় ধারণা থাকতে হবে।কোম্পানির বিভিন্ন কাজের বিষয়ে বিশদে পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা থাকতে হবে। |
আবেদনের লিঙ্ক – Apply Now
|
2 |
Nippon data systems ltd. |
Release manager |
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাবসা নিয়মাবলী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। |
আবেদনের লিঙ্ক – Apply Now
|
3 |
CCS group |
Site supervisor - civil |
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হওয়া আবশ্যক। তার পাশাপাশি কাস্টমার হ্যান্ডেলিং এর বিষয় জ্ঞান থাকা জরুরী। টু হুইলার গাড়ি থাকা আবশ্যক। |
আবেদনের লিঙ্ক – Apply Now
|
4 |
Sandvik |
Business development manager |
ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। টিম ম্যানেজমেন্ট এর দক্ষতা থাকতে হবে, ভালো কমুউনিকেশন স্কিল থাকা আবশ্যিক। |
আবেদনের লিঙ্ক – Apply Now
|
5 |
Amazon |
WHS manager |
Engg/ Science/ safety, environmental, ergonomics এর মধ্যে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা যাবে। উল্লেখিত পদের জন্য কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
আবেদনের লিঙ্ক – Apply Now
|
6 |
Fashionvibes e- commerce world pvt. Ltd |
Back office executive |
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যমিক কম্পিউটার এ দক্ষতা থাকা আবশ্যক। |
আবেদনের লিঙ্ক – Apply Now
|