ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো ? কোথায় যোগাযোগ করবো ? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে ? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।

দেখে নিন আজকের সেরা ৫ টি কাজের বাজারের খবর।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

 

১) সংস্থার নাম - Arobit Business Solutions Pvt Ltd

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 

২) সংস্থার নাম - Meckavo Sports and Infra Pvt Ltd

পোস্টের নাম - টেরিটরি সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন

স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ।

 

৩) সংস্থার নাম -  The Indian Hotels Company Limited

পোস্টের নাম - এক্সিকিউটিভ শেফ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ এমবিএ কোর্সে ভর্তি নিচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

 

৪) সংস্থার নাম -  Minds Journal Pvt Ltd

পোস্টের নাম - কনটেন্ট রাইটার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ পুলিশে ৭০০ জন কনস্টেবল নিয়োগ

 

৫)  সংস্থার নাম - Clinic Yantra

পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ