Private Job Updates: বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম : GTech Web Solutions Pvt Limited
পোস্টের নাম: সিনিয়র সেলস রিপ্রেন্সিটিটিভ
সংশ্লিষ্ট বিষয় দক্ষতা এবং অভিজ্ঞতা ও কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম : Xperteez Technology
পোস্টের নাম : সেলস ম্যানেজার
গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম : Themis Medicare Limited
পোস্টের নাম : বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সায়েন্স, ফার্মেসি, বিজনেস, মার্কেটিং অথবা সমতুল্য বিষয় ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেইল আইডি তে: Neelesh.singh@themismedicare.com।
৪) সংস্থার নাম - Career Comfort
পোস্টের নাম - কাস্টোমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - ITech Ecommerce Pvt Ltd
পোস্টের নাম - সেলস ম্যানেজার
সংশ্লিষ্ঠ কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে bghosh@itechecommerce.com বা ফোন করতে হবে এই নম্বরে - 8448211509/8448336073।