ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ


১) সংস্থার নাম : Technovate

পোস্টের নাম : ইন্টারন্যাশনাল বিজনেস  ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

বিজনেস,মার্কেটিং, আইটি অথবা সমতুল্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেইল আইডি তে : career@thetechnovate.com


২) সংস্থার নাম : Entrepot Media Pvt Limited 

পোস্টের নাম : টেলিকলার  এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে: 9641138414


আরও পড়ুনঃ কলকাতার National Insurance Company তে শতাধিক নিয়োগ


৩) সংস্থার নাম : Sterling Marketing Company

পোস্টের নাম : সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৪ বছরের অভিজ্ঞতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম : Academy Of Vedic Vidya 

পোস্টের নাম : গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে : 6290415594


৫) সংস্থার নাম : Career Comfort

পোস্টের নাম : কাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই নম্বরে - 9068507183

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ