৫ টি সংস্থায় কাজের সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ আপনি কি চাকরি খুঁজছেন ? কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক কোনও দিশা খুঁজে পাচ্ছেন না? এমনটা যদি হয় তাহলে এবার থেকে নজরে রাখুন স্কিল বেঙ্গল এর রোজকার চাকরির খবর।
আজ দেওয়া হল ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির খবর। চাকরি পেতে আপনিও এখনই আবেদন করুন।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
১) সংস্থার নাম - Natco Crop Health Sciences
পোস্টের নাম - টেরিটোরি বিজনেস ম্যানেজার, এরিয়া বিজনেস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার
সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে chscareers@natcopharma.co.in/hr-chs@natcopharma.co.in।
আরও পড়ুনঃ Ministry of Defence Recruitment: ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
২) সংস্থার নাম - Hawkins
পোস্টের নাম - ম্যানেজমেন্ট ট্রেনি
২১ বছর থেকে ২৮ বছর বয়সের ছেলেমেয়েদের নিয়োগ করা হবে।
সেলস, লিগাল, টেকনিক্যাল, প্রোগ্রামার ক্ষেত্রে ট্রেনি নিয়োগ করা হবে।
মেয়াদ - ১৮ মাস
আবেদনের করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.hawkins.in/jobs এ।
আরও পড়ুনঃ হঠাৎ গিটার বিক্রির সিদ্ধান্ত অনুপম রায়ের, তবে কি গানের জগতে ইতি !
৩) সংস্থার নাম - Annondolok
পোস্টের নাম - ডাক্তার, মেডিক্যাল অফিসার মেডিক্যাল অফিসার
বেলেডাঙা, মুর্শিদাবাদ ও সল্টলেক অঞ্চলে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।
আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 7872436666 / 8335057771।
আরও পড়ুনঃ সরকারি চাকরি চাই ? আজই ফর্ম ফিলাপ করুন
৪) সংস্থার নাম - Amul Research & Development Association
পোস্টের নাম - ভেটেরিনারি ডাক্তার
সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ছেলেমেয়েদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আবেদনের জন্য ১০ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে careers.amul.com।
আরও পড়ুনঃ আবারও লকডাউন চীনে, অশনি সংকেত নয় তো ?
৫) সংস্থার নাম - Zilla Public School
পোস্টের নাম - শিক্ষক
ফিজিক্যাল এডুকেশন, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বিষয়ের জন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে।
তমলুক, পূর্ব মেদিনীপুর জেলাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে zillapublicschool2006@gmail.com।
যোগাযোগ - 9064065030