ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সপ্তাহের শুরুতেই কাজের বাজারে সুখবর। চাকরির সুযোগ দিচ্ছে  ৫ টি কোম্পানি।  

রোজগারের সংস্থান কম বেশি সবারই দরকার হয়। যারা ফ্রেসার তাদের যেমন রোজগারের দরকার তেমনি যারা যে কোনও কাজের সঙ্গে যুক্ত তাদের ও সংস্থা পরিবর্তনের জন্য কাজের খোঁজের প্রয়োজন হয়।

আরও পড়ুন - আপনি কি বাঙালি ? রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ হারাবেন না

তাই সবার আগে সঠিক খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ  এবং আমাদের ওয়েবসাইট 

আরও পড়ুন -  WBCS 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশ

এই ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ করা হচ্ছে

১)  সেন্ট্রাল মডেল স্কুল শিক্ষক নিয়োগ করবে। পোস্ট গ্র্যাজুয়েট ও বি এড এর পাশাপাশি ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বিষয় - English, Bengali, Home Science, Commerce, Copmputer, Physics, Arts, Games, Chemistry, Biology, Geopgraphy, Pol Science, History, Sociology & Math। সি ভি পাঠাতে হবে এই আই ডি তে - principal.cmsb@gmail.com

আরও পড়ুন - ফ্রি তে সরকারি ট্রেনিং আর সাথে স্টাইপেন্ড 


২) NU Calcutta তে রিসেপ্সনিস্ট, এইচ আর এগজিকিউটিভ, সিনিয়র ইনচার্জ ও জুনিয়র অ্যাকাউন্টাঅ্যান্ট নেওয়া হবে। সি ভি পাঠাতে হবে এই আই ডি তে  nccc@nucalcutta.com । 

আরও পড়ুন - ঘুমিয়ে থাকলেও আসবে অর্থ, জানুন কীভাবে ? 


৩) Shemford Futuristic School এ শিক্ষক ও লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। Subject ( Full time teacher) - English, Hindi, Bengali, Sanskrit, History, Geography, Mathematics, Physical Science, Life Science, Computer। পার্ট টাইম শিক্ষক - বিষয় - Music, Dance, Art & Crafts, Games, Sports, Yoga, Carate। আবেদন করতে হবে ই মেলে - shemfordcatwarecruitment@gmail.com বা রেজিস্টার্ড পোস্টে পাঠাতে পারেন। ঠিকানা - Shemford Futuristic School, Vil - Tikarkhanji, P.O- Sudpur, P.S- Katwa, DT- Puba Bardhaman, Pin- 713150

 

আরও পড়ুন - মোট ৭ টি সরকারি দপ্তরে চাকরির ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন আজই

৪) সেন্ট হেলেন স্কুলে কাউন্সেলর, প্যারামেডিক্যাল টেকনিসিয়ান ও অফিসিয়াল করেস্পন্ডেন্স নিয়োগ করা হবে। ইন্টারভিউ চলছে। যোগাযোগ - সেন্ট হেলেন স্কুল , ২১ বি, রানি শঙ্করি লেন, কল -২৬ (সোম থেকে শুক্র বেলা ২ টো থেকে ৫ টার মধ্যে)।

 ৫) হাওড়া সেন্ট জন হাই স্কুল অফিস স্টাফ, অফিস অ্যাটেনডেন্ট, অ্যাকাউন্টাঅ্যান্ট ও শিক্ষক নিয়োগ করবে। সি ভি পাঠাতে হবে এই ই মেলে ৪ দিনের মধ্যে - hsjhs12@yahoo.in । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ