ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক  দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

 

১) সংস্থার নাম -  Ramkrishna Sarada Mission Sister Nivedita Girls' School

পোস্টের নাম - শিক্ষক

ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, বায়োলজি, ভূগোল, ইতিহাস, এডুকেশন, বাংলা, ইংরেজি, সংস্কৃত, সোসিওলজি, নিউট্রিশন, কম্পিউটার সায়েন্স, পল. সায়েন্স, সাইকোলজি, স্টাটিকটিকস, ইকোনমিকস, অ্যাকাউন্ট্যান্টসি, বিজনেস স্টাডিজ, কোস্টিং অ্যান্ড টাক্সসেশন - বিষয়ের জন্য বি.এড সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

আবেদনের জন্য ৩০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে সিভি ও প্রয়োজনীয় তথ্যাদি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে sisterniveditaoffice@gmail.com বা বা জমা করতে হবে এই ঠিকানায় - Ramkrishna Sarada Mission Sister Nivedita Girls' School, 5 Nivedita Lane, Bagbazar, Kolkata - 700003

 

আরও পড়ুনঃ LIC তে ৩০০ জন অফিসার নিয়োগ

২) সংস্থার নাম - The Bandhan School

পোস্টের নাম - প্রিন্সিপাল, শিক্ষক

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও বি.এড সহ গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট/ডি.এল.এড ডিগ্রী থাকতে হবে।

PGT, TGT, PRT শিক্ষক নিয়োগ করা হবে।শিক্ষক নিয়োগ করা হবে।

আবেদনের জন্য ৩০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে recruitment@thebandhanschool.org

 

আরও পড়ুনঃ Railway Recruitment: রেলে ৬১২৯ জন কর্মী নিয়োগ

 

৩) সংস্থার নাম - Next Art Creations

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ কলকাতার বোস ইনস্টিটিউট এ বিভিন্ন পদে নিয়োগ

 

৪) সংস্থার নাম - Monks Trail Pvt Ltd

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েশন ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ - ৬ বছরের অভিজ্ঞতা ও ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

আরও পড়ুনঃ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এ নিয়োগ

 

৫) সংস্থার নাম -  Thynx Labs

পোস্টের নাম -  গ্রাফিক ডিজাইনার

গ্র্যাজুয়েশন পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ