ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

 

১) সংস্থার নাম -   NxtWave

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট

হিন্দিভাষি ও উপস্থাপনা দক্ষতা সহ একজন ব্যক্তি প্রয়োজন।
ইংরেজিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বর্তমানে বাড়ি থেকে কাজ এবং প্রয়োজনে অফিসে আসতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে একাধিক সরকারি দপ্তর

 

২) সংস্থার নাম - Petpooja

পোস্টের নাম - রিলেশনশিপ ম্যানেজার

ব্যাচেলর ডিগ্রী সহ ১ থেকে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

প্রার্থীর ভালো যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।

অবশ্যই ল্যাপটপ এবং 2-হুইলার থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ রাইটস লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 

৩) সংস্থার নাম -  BharatPe

পোস্টের নাম -  স্টেট হেড - কালেকশন

গ্রাজুয়েট/পোস্ট-গ্রাজুয়েট প্রার্থী দের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনের লিঙ্ক Apply Now

 

আরও পড়ুনঃ কর্মী নিয়োগ করছে NIEPVD

 

৪) সংস্থার নাম - Xpressbees

পোস্টের নাম -  অপারেশান এক্সিকিউটিভ

ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সাবলীলতা আবশ্যক।

 টিম হ্যান্ডলিং দক্ষতা ভৌগলিক জ্ঞান থাকতে হবে।

স্নাতক/স্নাতকোত্তর সহ 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

আরও পড়ুনঃ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

 

৫)  সংস্থার নাম - FITbasix

পোস্টের নাম - কনটেন্ট রাইটার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ