Private jobs: সবার জন্য কাজের সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ
আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।
১) সংস্থার নাম - Indian Tiffin
পোস্টের নাম - মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিট্যাল মার্কেটিং এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই ইমেল আইডিতে lalguffaoffice@gmail.com।
আরও পড়ুনঃ ভারতীয় ডাকে ৪০,৮৮৯ জন কর্মী নিয়োগ
২) সংস্থার নাম - Prodigy Educlasses
পোস্টের নাম - ফ্যাকাল্টি মেম্বার
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয়ের জন্য দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে - 9123351335।
আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সরকারি চাকরির খবর
৩) সংস্থার নাম - Aurobindo ITI Kalyani
পোস্টের নাম - ডিটিপি অপারেটর, সেন্টার ইন চার্জ
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে saei2000@gmail.com।
আরও পড়ুনঃ এন.এল.সি ইন্ডিয়া লিমিটেডে শতাধিক কর্মী নিয়োগ
৪) সংস্থার নাম - LLOYDS METALS
পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, শিফট ইন চার্জ প্রভৃতি
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.lloyds.in/ ।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hrghugus@lloyds.in।
যোগাযোগ - 9021081612
আরও পড়ুনঃ IB Jobs: ইন্টেলিজেন্স ব্যুরোতে ১৬৭৫ জন নিয়োগ
৫) সংস্থার নাম - Go Future Digital Team Inc.
পোস্টের নাম - মোশন গ্রাফিক ডিজাইনার
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now