ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম -  Gyp Exim

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলে মেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাইক থাকা আবশ্যিক।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে - 9830440451

 

আরও পড়ুনঃ কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

 

২) সংস্থার নাম - IndiaMART IndiaMESH Limited 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

এমবিএ ডিগ্রী বা সমতুল্য বিষয়ে ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

অভিজ্ঞ / অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

আরও পড়ুনঃ Mazagon dock recruitment: শিপ বিল্ডার্স লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

 

৩) সংস্থার নাম - Lakshmipat Singhania School 

পোস্টের নাম - শিক্ষক, রিসেপশনিস্ট,ক্লার্কক্লার্ক

কম্পিউটার, গণিত ও বিজ্ঞান বিষয়ে PRT শিক্ষক নিয়োগ করা হবে। বি.এড সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

অন্যান্য পোস্ট গুলির ক্ষেত্রে বি.কম গ্র্যাজুয়েট ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

রাজস্থানে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে LPSSKANKROLI@YAHOO.COM

যোগাযোগ - 9414857878/9079370478।

 

আরও পড়ুনঃ JU Recruitment: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ

 

৪) সংস্থার নাম - Westend High School 

পোস্টের নাম - শিক্ষক

সায়েন্স, আর্টস ও কমার্স বিষয়ের জন্য দক্ষ শিক্ষক নিয়োগ করা হবে।

ঝাড়গ্রামে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে westendhighschooljhargram@gmail.com/westendcbse@gmail.com

 

আরও পড়ুনঃ UPSC Recruitment: বিভিন্ন সরকারি দপ্তরে অফিসার, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 

৫)  সংস্থার নাম -  Ghatal College of Education 

পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

বিভিন্ন বিষয়ে জন্য নিয়োগ করা হবে।

বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট www.ghatalcollegeofeducation.com

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে gceselection@gmail.com

যোগাযোগ - (03225) 257150, 9434509849

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ