ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বাজারে চাকরির সুযোগ কে আর হাতছাড়া করতে চায় ! তাও আবার  একসঙ্গে ৫ টি সংস্থাতে বিভিন্ন পোস্টে চাকরির খবর।

নীচের ৫ টি কোম্পানিতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করুন।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম -  Monalisa B.Ed College 

পোস্টের নাম - প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 

গণিত, ইংরেজি, এডুকেশন, ইতিহাস ও জীবন বিজ্ঞান বিষয়ের জন্য দক্ষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।

কাশিমপুর, দত্তপুকুর এ নিয়োগ করা হবে।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে carriermonalisab.edcollege@gmail.com

 

 

২) সংস্থার নাম - Westend High School 

পোস্টের নাম - শিক্ষক

সায়েন্স, আর্টস ও কমার্স বিষয়ের জন্য দক্ষ শিক্ষক নিয়োগ করা হবে।

ঝাড়গ্রামে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে westendhighschooljhargram@gmail.com /westendcbse@gmail.com।

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

 

৩) সংস্থার নাম -  Gold & Diamond Bazaar 

পোস্টের নাম - সেলস অ্যান্ড মার্কেটিং, রিসেপশনিস্ট কাম টেলি কলার, ফ্র্যাঞ্চাইজি রিলেশনশিপ ম্যানেজার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

ওয়ার্ক ফর হোম এরও সুযোগ আছে কিছু ক্ষেত্রে।

আবেদনের জন্য সিভি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে info@goldanddiamondbazaar.in

 

আরও পড়ুনঃ পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ

 

৪)  সংস্থার নাম -  Ghatal College of Education 

পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

বিভিন্ন বিষয়ে জন্য নিয়োগ করা হবে।

বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট www.ghatalcollegeofeducation.com।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে gceselection@gmail.com।

যোগাযোগ - (03225) 257150, 9434509849

 

আরও পড়ুনঃ WBCS সহ অন্যান্য পরীক্ষার তারিখ ঘোষণা করল PSC

 

৫)  সংস্থার নাম - St. Helen School

পোস্টের নাম - হোমিওপ্যাথি ডক্টর, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, এক্সপেরিয়েন্সড পার্সন ফর লেগাল অ্যান্ড কমার্শিয়াল, অ্যাকাউন্ট্যান্ট, লইয়ার 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে সোমবার থেকে শুক্র বার দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত।

ঠিকানা - St. Helen School, 21B, Rani Shankari Lane, Hazra, Kolkata - 700026।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ